যশোর এক্সপ্রেস ডেস্ক: যশোর শহর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এবং শান্তিশৃংখলা কমিটির নেতা আব্দুল মান্নানের খুনিরা আবারো বেপরোয়া হয়ে উঠেছে। আলোচিত এই হত্যা মামলা প্রত্যাহারের জন্য জামিনে মুক্ত আসামি মাসুদ নিহতের পরিবারকে অব্যাহতভাবে হুমকি দিয়েছে। এব্যাপারে ১৩ জানুয়ারি নিহতের শ্যালক নজরুল ইসলাম সোহাগ কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, ২০১৪ সালের ৯ আগস্ট বিকেলে আব্দুল মান্নান আসরের নামাজ আদায় শেষে বেজপাড়া রানার অফিসের পাশেই নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। হঠাৎ করে এলাকার মাসুদ, হিরা, খালেক, রিপন, সাহাবুদ্দিন, পেচো, সেলিম ও রুবেলসহ সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে তাকে গুলি করে হত্যা করে। এরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এঘটনায় নিহতের ভাই মোরশেদ আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পুলিশ এঘটনার সাথে জড়িত মাসুদ, হিরা ও খালেককে আটক করে। আটককৃতরা হত্যাকা-ের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। সেই জবানবন্দিতে রিপন, সাহাবুদ্দিন, পেচো, সেলিম ও রুবেলসহ আরো অনেকের নাম উঠে এসেছে। কিন্তু হত্যাকা-ের ঘটনাটি দু’বছরে পা রাখলেও অন্য আসামিদের আটকের পুলিশের ভুমিকা প্রশ্নবিদ্ধ। এরই মধ্যে আটক আসামি মাসুদ আদালত থেকে জামিনে মুক্তি পায়। মামলাটি প্রত্যাহারের জন্য মাসুদ নিহতের শ্যালক এবং মামলাটি দেখাশোনা করা নজরুল ইসলাম সোহাগের ব্যবহৃত মোবাইল ফোনে অব্যাহতভাবে হুমকি দিচ্ছে। এঘটনায় জিডি করেছেন সোহাগ।