আইটি ডেস্ক: ফেসবুক পোস্টে সাবেক স্বামীর বোনকে ট্যাগ করে গালি দেওয়ার অভিযোগে ১ বছরের জেল হয়েছে এক মার্কিন নারীর। আদালত কর্তৃক সাবেক স্বামীর পরিবারের সাথে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করার আদেশ থাকলেও ঐ মার্কিন নারী তার সাবেক ননদকে ‘স্টুপিড’ আখ্যায়িত করে ট্যাগ করেন।
নিউ ইয়র্কে বসবাসকারী মারিয়া গঞ্জালেজ নামের ঐ নারীর সাথে রাফায়েল ক্যালডেরনের বিবাহ বিচ্ছেদ হয়। সাবেক স্বামীর পরিবারের সাথে কোন ধরণের যোগাযোগ না রাখার জন্য আদেশ দেয় আদালত। তবুও মারিয়ার এ ধরণের পোস্টকে দ্বিতীয় ধারার ফৌজদারী আদালত অবমাননা বলে অভিযুক্ত করে আদালত।
আদালতের আদেশ তার সাবেক স্বামীর সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারবে না বলে ফেসবুক পোস্টে তর্ক জুড়ে দেন তিনি। তবে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টে সাক্ষাতকারে ওয়েচস্টার কাউন্টি সুপ্রীম কোর্টের বিচারক সুসান ক্যাপেসি বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন করার আদেশ বাস্তবিক জীবন থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়ায়ও সমানভাবে প্রযোজ্য। আদলতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ফেসবুকে ট্যাগ করে যোগাযোগ করার চেষ্টায় তাকে সাজা দেওয়া হলো বলে জানান বিচারক।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া