এবিএম খায়রুল হককে গ্রেফতার করা উচিত: রিজভী

যশোর এক্সপ্রেস ডেস্ক: সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সংবিধানকে কলুষিত করেছেন মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকের পরিস্থিতির জন্য তাকেই প্রথম গ্রেফতার করা উচিত। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, খায়রুল হক দেশের যে ক্ষতি করেছেন, এত বড় ক্ষতি এর আগে আর কেউ করেননি। প্রধানমন্ত্রীকে খুশি করতে তিনি অবসরে যাওয়ার ১৬ মাস পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এর রায় লিখেছেন। খায়রুল হকের বিচার এ মাটিতে করতে হবে মন্তব্য করে রিজভী বলেন, শেখ হাসিনা তাঁর (খায়রুল হক) বিচার করবেন না, কারণ শেখ হাসিনার মনোবাসনা পূরণ করেছেন খায়রুল।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী আজীবন ক্ষমতায় থাকতেন চান, কিসের গণতন্ত্র, কিসের জনগণ, কিসের ভোট, কিসের পার্লামেন্ট- এসব কিছুরই দরকার নেই তাঁর। দেশে গণতন্ত্র হত্যা হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, আজকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বুদ্ধিজীবীরা কই, যারা বিভিন্ন সময় চেতনার কথা বলে গলায় ক্যান্সার ও ঘা তৈরি করেছেন তারা এখন কোথায়?

Print
1421 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close