নারী ফুটবলারকে রেফারির ডেটিংয়ের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক: ক্রিস গেইলের ঘটনা এখনও হজম হয়নি। এবার ঘটলো এমন আরেক ঘটনা। তবে এবার ক্রিকেট না, ফুটবলের মাঠে। ফুটবলে ম্যাচ চলাকালীন ডেটিংয়ের প্রস্তাব দেওয়া হলো নারী ফুটবলারকে। তবে এবারের অভিযোগটা অনেক বেশি গুরুতর। স্পেনের ক্লাব ফুটবলের প্রথম ডিভিশন মহিলা ফুটবলের ম্যাচে এলেনা পাভেলা নামের এক মহিলা ফুটবলারকে খেলার মাঝেই ডেটিংয়ের প্রস্তাব দিয়ে বসেন রেফারি। রেফারির নাম সান্টা অ্যালকোন।

ম্যাচের মাঝখানে রেফারি এলেনাকে উদ্দেশ্য করে বলেন, ‘এই যে বাদামী চুল, চল আজ সন্ধ্যায় কফি খেতে যাই।’ স্পোর্টিং হুয়েলভা ক্লাবের ডিফেন্ডার এলেনা রেফারিকে মাঠেই জানিয়ে দেন, ‘তুমি মুখে বাঁশি নিয়েই থাকো, সেটাই তোমার পক্ষে ভাল হবে।’ রোমানিয়ার এই নারী ফুটবলার আরো  অভিযোগ করেছেন, ম্যাচ চলাকালে রেফারি তাকে ম্যাচ চলাকালীন ক্রমাগত উত্যক্ত, উত্তেজিত করতে থাকেন। ম্যাচটি হচ্ছিল স্পোর্টিং হুয়েলভা বনাম সান্টা টেরেসার মধ্যে। পুরো ঘটনায় হতাশ এলেনা বলেন, ‘আমি ফুটবলে ফেয়ার প্লে-এর ওপর আস্থা হারিয়ে ফেলেছি।  এত বছর ধরে ফুটবল খেলছি, কিন্তু এত অপমাণিত এর আগে কখনও হইনি।

Print
1675 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close