যশোর এক্সপ্রেস ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক মঈনুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে মালয়েশিয়া থেকে আসা একটি ফ্ল্যাইটে (এমএইচ ১৯৬) অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, রাত সোয়া ১২টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
1531 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা