যশোর এক্সপ্রেস ডেস্ক: জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ২২ জানুয়ারি সন্ধ্যায় সপ্তাহব্যাপী মধুমেলা উদ্বোধন করা হয়েছে। যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, সংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ ও কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ও যশোর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, মাইকেল মধুসূদন ইন্সটিটিউশনের সাবেক সভাপতি কাজী রফিকুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আমানাত আলী ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা দেবাশীষ আইচ।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির। সঞ্চালনায় ছিলেন বিএল কলেজের সহকারী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেশবপুরের সভাপতি মাসুদুর রহমান। এর আগে বিকেলে যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহ সঙ্গীত পরিবেশন করে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় যশোর জেলা প্রশাসন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির জন্মভিটায় এই মেলার আয়োজন করেছে। মেলা চলবে এক সপ্তাহ।