ভারতীয় ট্যাবলেটসহ বেনাপোলে আটক ২

যশোর এক্সপ্রেস ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে মাইক্রোবাসভর্তি ১৪ লাখ ৭০ হাজার পিচ আমদানিনিষিদ্ধ বিভিন্ন প্রকারের ভারতীয় ট্যাবলেটসহ দুই চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সকালে বেনাপোল সীমান্তের কাগজপুকুরে অভিযান চালিয়ে এসব ওষুধ আটক করা হয়। আটককৃতরা হলো যশোর শহরের পালবাড়ি এলাকার মজনু সর্দারের ছেলে হাবিবুর রহমান (২৪) ও পুরাতন কসবা এলাকার সোহরাব হাওলাদারের ছেলে তরিকুল ইসলাম (২৬)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোরমুখী একটি মাইক্রোবাস ধাওয়া করে ওই দুই যুবককে আটক করা হয়। পরে ওই মাইক্রোবাস তল্লাশি করে ১৪ লাখ ৭০ হাজার পিচ আমদানিনিষিদ্ধ ক্যানসার রোগে ব্যবহৃত ভারতীয় ট্যাবলেট পাওয়া যায়। এসময় দুই চোরাকারবারিকেও আটক করা হয়। বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী সরকার জানান, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

Print
1484 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close