যশোর এক্সপ্রেস ডেস্ক: যশোর শহরের বকচর চৌধুরী পাড়ায় দুর্বৃত্তদের হামলায় মা ও ছেলে জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ওই এলাকার ওহেদ আলীর স্ত্রী ডলি খাতুন (৪৫) ও ছেলে আব্দুল আহাদ (১৭)। আহাদ জানিয়েছেন, সোমবার তার সাথে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিবেশি তাইজুল নামে এক যুবকের বিরোধ হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাইজুলের নেতৃত্বে মারুফসহ ৪/৫ জন দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা করে। হামলাকারীরা এসময় তাকে পিটিয়ে জখম করে। বাধা দিতে এলে তার মা ডলি খাতুনও পিটিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
1599 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা