বাংলাদেশ-ভারত অচিরেই ট্রানজিট চালু হবে : অর্থ প্রতিমিন্ত্রী মান্নান

যশোর এক্সপ্রেস ডেস্ক: অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলাদেশ ও ভারত উভয়ই চায় ট্রানজিট চালু হোক। এটি পূর্বের যে কোন সময়ের তুলনায় অনেক দূর এগিয়েছে। বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ে ট্রানজিট নিয়ে আলোচনা করেছে। অচেরেই ট্রানজিট চালু হবে। সরকার চার দেশের মধ্যে ফ্রী মুভমেন্ট ভিইকেল ( বিবিআইএন ) স্বাক্ষর করেছে, অচিরেই তা বাস্তবায়ন করবে। তিনি গতকাল আন্তর্জাতিক কাস্টম দিবস উপলক্ষে বেনাপোল কাস্টমস অডিটরিয়ামে কাস্টমস,বন্দর, বিজিবি, পুলিশ, আমদানি রফতানিকারক ও বন্দর ব্যবহারকারীসহ এক সুধী সমাবেশে এ কথা বলেন।

সমাবেশের প্রতিবাদ্য বিষয় ছিল-ডিজিটাল কাস্টমস ক্রমবর্ধমান অংশ গ্রহণ। যশোরের কাস্টম কমিশনার জামাল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বেনাপোল কাস্টমস কমিশনার এ এফএম আব্দুল্লাহ খান। বক্তব্য রাখেন ২৬ বিজিবির কমান্ডিং অফিসার কর্ণেল জাহাংগীর হোসেন, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ফিরোজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন, যশোর জেলার এডিসি রেভিনিউ আসাদুল হক, সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভ্পাতি মফিজুর রহমান সজন, আলহাজ্ব নুরুজ্জামান ও এমদাদুল হক লতা।

Print
1499 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close