মিরাজের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

যশোর এক্সপ্রেস ডেস্ক: যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র রিয়াদুল ইসলাম মিরাজের খুনিদের আটক এবং ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অ্যাডভোকেট তহমিদ আকাশ, মামুনুর রশিদ লালটু, মিজানুর রহমান, সফিকুল ইসলাম, মেহেদী হোসেন, খাদিজা খাতুন, পিয়া আক্তার প্রমুখ। ২০১৩ সালের ২০ নভেম্বর স্কুলছাত্র ও লাউজানী এলাকার ডাক্তার মিজানুর রহমানের একমাত্র ছেলে মিরাজকে দুর্বৃত্তরা অপহরণের পর নৃশংসভাবে হত্যা করে।

Print
1679 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close