জামিনে মুক্ত ছাত্রদল সভাপতি

যশোর এক্সপ্রেস ডেস্কজাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাজিব আহসান জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার রাত সোয়া ১১টার দিকে তিনি মুক্তি পান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজিব আহসান মুক্তি পেয়ে রাত ১২টায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন।

গত বছর ১৯ জুলাই রাতে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে দুমকি থানা পুলিশ রজিব আহসানকে আটক করে। এ দিকে ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী জানান, দীর্ঘ ৭ মাস কারাভোগের পর ৪৭ মামলায় আদালত থেকে জামিন পেয়ে অবশেষে কারামুক্ত হলেন ছাত্রদল সভাপতি রাজিব আহসান। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাত ১১টা ২০ মিনিটে জামিনে মুক্ত হলে ছাত্রদল নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়।

Print
1444 মোট পাঠক সংখ্যা 3 আজকের পাঠক সংখ্যা

About admin

Close