যশোর এক্সপ্রেস ডেস্ক: ঝিনাইদহ ক্যাডেট কলেজের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে ৩ শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল মোহাম্মদ সাদিকুল বারী (পিএসসি)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আতিকুর রহমান, সহকারী অধ্যাপক আব্বাস আলী, শরিফুজ্জামান, নুরুল্লাহ। বিতরণের শুরুতে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এক্সিম ব্যাংকের সৌজন্যে ক্যাডেট কলেজের আয়োজনে পরে ৩’শ অসহায়-দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
891 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা