যশোর এক্সপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সততাই শক্তি, সততাই সাহস। জনগণই আমার সকল শক্তির উৎস।’ বুধবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে বিরোধী দলীয় সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) এক জরিপের তথ্য তুলে ধরে ফখরুল ইমাম প্রধানমন্ত্রীর কাছে তার প্রেরণার উৎস সম্পর্কে জানতে চান।
এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাবা জীবনে রাজনীতি করেছেন একটাই লক্ষ্য নিয়ে, সেটা হলো- দরিদ্র মানুষের কীভাবে মঙ্গল হয়। আমি ছোটবেলা থেকে বাবার পাশে থেকে এসব দেখেছি। এই মানুষগুলোর জন্য তিনি কষ্ট-দুঃখ ভোগ করেছেন। সন্তান হিসেবে আমরা কিছুটা হলেও তার স্নেহ থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু সেজন্য আমাদের কোনো আফসোস ছিল না। কারণ, তিনি যা করেছেন, তা দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। তাই আমার শক্তি ও সাহস যেটাই আছে, সেটাই আমার বাবা-মায়ের কাছ থেকে প্রেরণা হিসেবে পেয়েছি। বাবার আকাঙ্ক্ষা পূরণ করাই আমার লক্ষ্য। সে লক্ষ্য নিয়ে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি, তখন মনে করেছি জনগণের সেবা করার এটিই সুযোগ।’
তিনি আরো বলেন, ‘নিজে কী পেলাম না পেলাম, সেদিকে আমি চিন্তা করি না। করবও না। করতেও চাই না। আমাদের ছেলে-মেয়েকে আমি এবং আমার ছোট বোন একটি কথাই শিখিয়েছি- শুধুমাত্র শিক্ষাটা গ্রহণ করবা, ওটাই বড় সম্পদ। নিজের জীবন নিজে গড়ে তুলবা। কাজেই এটা আমরা চিন্তা-ভাবনা করি না যে, ছেলে-মেয়েদের জন্য কী রেখে গেলাম। কার জন্য কী রেখে গেলাম, এই চিন্তা-ভাবনা করি না। চিন্তা-ভাবনা একটাই- দেশের জন্য কতটুকু করতে পারলাম। জনগণই আমার শক্তির উৎস। তারা এ দেশের মানুষ, বাংলাদেশের মানুষ। তাদের শক্তিতেই আমি শক্তি পাই। আমার ওপর তাদের আস্থা আছে বলেই আমি সেখান থেকে শক্তি পাই।’