যশোর এক্সপ্রেস ডেস্ক: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজন বিজিবি সদস্য নিহত হয়েছেন। নিহত বিজিবি সদস্যের নাম জাহাঙ্গীর হোসেন। শুক্রবার সকালে জেলার ডিসি কোর্ট এলাকায় আনসার ক্যাম্পের মোটরসাইকেলের ধাক্কায় ওই বিজিবি সদস্য মারা যান। নিহত জাহাঙ্গীরের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার আল্লাদিপুর গ্রামে। বিজিবি জানায়, শুক্রবার সকালে ডিসি কোর্ট এলাকায় আনসার ক্যাম্পের সামনে রাস্তা পার হচ্ছিলেন আনসার প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর হোসেন। সে সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
967 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা