নিদোর্ষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন “আইজিপি”

যশোর এক্সপ্রেস ডেস্ক:  দায়িত্ব পালনকালে কোনো নিদোর্ষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকে নজর রাখতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড ও অস্ত্র/মাদক উদ্ধারে সাফল্যের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।  আইজিপি বলেন, আমরা সেবা ও গণমুখী পুলিশিং ব্যবস্থা চালু করেছি। এই চর্চা প্রত্যেক পুলিশ সদস্যের মধ্যে থাকতে হবে। সবার সঙ্গে ভালো আচরণ করতে হবে ও সুসম্পর্ক গড়ে তুলতে হবে।

তিনি বলেন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ জিরো টরালেন্সে আছে। পুলিশের সব সদস্যের এ দু’টি বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আলেম সমাজকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। জনগণকে বোঝাতে হবে, জঙ্গিবাদ সমাজে ধ্বংস ডেকে আনে, এক্ষেত্রে পুলিশকে সব ধরনের সহযোগিতা করতে হবে। এর আগে তিনি কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৪ জন পুলিশ সদস্যকে আইজি’জ ব্যাজ পরিয়ে দেন। এবারই প্রথম পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের ১০ হাজার টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়।  এছাড়া মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে সাফল্যের জন্য পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পুরস্কৃত করেন আইজিপি।

Print
2032 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close