‘পরাজিত প্রজন্মে’ পরিণত হওয়ার ঝুঁকিতে সিরীয় শরণার্থী শিশুরা: মালালা

আন্তর্জাতিক ডেস্ক: মালালা ইউসুফজাই এক শরণার্থী শিশুর কথা শুনছেনসিরিয়ায় গৃহযুদ্ধের কারণে ঘরহারা এবং আশপাশের দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া সিরীয় শিশুদের শিক্ষায় সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন পাকিস্তানের শিশু শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাই। এসব শিশুকে যথাযথ শিক্ষা দেওয়া না গেলে তারা একটি ‘পরাজিত প্রজন্মে’ পরিণত হতে পারে বলেও সতর্ক করেন শান্তিতে নোবেলজয়ী এ শিক্ষা অধিকারকর্মী। সিরীয় শিশুদের শিক্ষা সঙ্কট নিয়ে নতুন একটি প্রতিবেদন তৈরি করেছে মালালা ফান্ড। শুক্রবার প্রতিবেদনটি প্রকাশের কথা থাকলেও এর আগেই প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সরবরাহ করা হয়েছে। সেই প্রতিবেদনের বরাতে বিবিসি জানায়, সিরিয়া সংঘাতে ঘরহারা ৪০ লাখ শিশুর মধ্যে অর্ধেকই স্কুলে যাচ্ছে না। মালালার মতে, যেসময়ে শিশুদের চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশায় যোগ দেওয়ার লক্ষ্যে পড়াশোনা করার কথা ঠিক সেসময়েই শিক্ষাবঞ্চিত হচ্ছে এসব শিশু। মালালা ফান্ডের প্রতিবেদনে বলা হয়, স্কুলের জন্য সরঞ্জামাদি সরবরাহ ও শিক্ষকদের খরচ যোগাতে যে পরিমাণ টাকার প্রয়োজন তার মধ্যে মাত্র ৩৭ শতাংশ সহায়তা পাওয়া গেছে। সংগঠনটির দাবি, প্রতিবছর সিরীয় শরণার্থীদের শিক্ষাবাবদ ১৪০ কোটি ডলার জরুরি সহায়তার প্রয়োজন। সিরীয় শরণার্থী শিশুদের শিক্ষার জন্য এরইমধ্যে প্রতিবেশী দেশগুলো অনেক টাকা খরচ করেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। লন্ডনে আগামী সপ্তাহে হতে যাওয়া সিরিয়া কনফারেন্সকে সামনে রেখে প্রতিবেদনটি করা হয়েছে। পরবর্তী শিক্ষা বছরে সকল সিরীয় শরণার্থীকে স্কুলে পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে সহায়তাকারীদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানানো হবে ওই কনফারেন্সে। সূত্র: বিবিসি

Print
1940 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close