এক্সপ্রেস ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সফল ব্যবহার এবং সেবা সহজীকরণের মাধ্যমে সেবাকে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় শ্রেষ্ঠ জেলা প্রশাসকের স্বীকৃতি পেয়েছেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক আয়োজিত সিভিল সার্ভিস ইন ডেভেলপমেন্ট ইনোভেশন সামিট-২০১৬ এ শ্রেষ্ঠেত্বের স্বীকৃতির পুরস্কার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু নভোথিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।
যশোর জেলা প্রশাসকের ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সফল ব্যবহার এবং সেবা সহজীকরণের মাধ্যমে সেবাকে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে যশোর জেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। সেবা প্রদানের এরই ধারাবাহিকতার স্বীকৃতি স্বরুপ সিভিল সার্ভিস ইন ডেভেলপমেন্ট ইনোভেশন সামিট ২০১৬ এ শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে সম্মানিত করা হয়েছে। এ অর্জন যশোর জেলা প্রশাসনের নয়, পুরো যশোরবাসীর। এ অর্জনে যশোর জেলা প্রশাসন, যশোরের সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, যশোরে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও আপামর জনসাধারণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শ্রেষ্ঠ জেলা প্রশাসকের স্বীকৃতি পেলেন ড. হুমায়ুন কবীর
901 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা