এসএসসি পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা

যশোর এক্সপ্রেস ডেস্ক: ১ ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৬ সালের এস.এস.সি, এস.এস.সি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) এবং দাখিল পরীক্ষা। ঢাকা মহানগরীতেও বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই অনুযায়ী ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া তার নিজস্ব ক্ষমতাবলে ওইসব এলাকায় পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা জারি করেছেন। এ আদেশ আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলার সময়ে বলবৎ থাকবে। জনস্বার্থে এ আদেশ সবাইকে মেনে চলার অনুরোধ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

Print
1649 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close