যশোরে বঙ্গবন্ধু পরিষদ কর্মসংস্থান ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত

যশোর এক্সপ্রেস ডেস্ক: যশোরে বঙ্গবন্ধু পরিষদ কর্মসংস্থান ব্যাংকের আঞ্চলিক ও খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রয়েল কমিউনিটি সেন্টারে শনিবার দুপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকার ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। যার ফলে দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।বিশেষ অতিথি ছিলেন যশোর পৌরসভার নবনির্বাচিত মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক আব্দুল মজিদ, বঙ্গবন্ধু পরিষদ কর্মসংস্থান ব্যাংকের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহামুদুন্নবী লিটন, নির্বাহী সদস্য অনিমেশ চন্দ্র বিশ্বাস, কর্মসংস্থান ব্যাংক যশোর অঞ্চলের ব্যবস্থাপক আলতাফ হোসেন, কুষ্টিয়া অঞ্চলের ব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান। সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের ব্যবস্থাপক জিএম রুহুল আমিন।

Print
2215 মোট পাঠক সংখ্যা 3 আজকের পাঠক সংখ্যা

About admin

Close