আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে গত ২৫ বছরে দায়িত্ব পালন করতে যেয়ে প্রায় ২৩০০ সাংবাদিক এবং মিডিয়া কর্মী নিহত হয়েছেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট বা আইএফজে’র এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। আইএফজে’র ৭৯ পৃষ্ঠার প্রতিবেদনে নিহত সাংবাদিকের সংখ্যা ২২৯৭ বলে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যুদ্ধ, বিপ্লব, অপরাধ এবং দুর্নীতি নিয়ে সংবাদ দেয়ার সময় এ সব সাংবাদিক বেঘোরে প্রাণ হারিয়েছেন। ১৯৯০ সাল থেকে দায়িত্ব পালনের সময়ে ৪০ সাংবাদিক নিহত হলেও ২০১০ সাল থেকে এ সংখ্যা আর একশ’র নিচে নামে নি। আইএফজে’এর এ প্রতিবেদন আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
প্রতিবেদনে আরো দেখা গেছে, গড়ে নিহত ১০ সাংবাদিকের মধ্যে মাত্র একজনের মৃত্যুর তদন্ত হয়েছে। আইএফজে’র মহাসচিব অ্যান্থনি বেনাংগার তার প্রতিবেদনে বলেছেন, হত্যাকারীদের রক্ষা করছে অশুভ চক্র। তিনি বলেন, সাংবাদিক হত্যার বিরুদ্ধে কিছু করার সময় সত্যিই এসে গেছে এবং এ জন্যই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। আগামী মাসের ৪ তারিখে প্যারিসে ইউনেস্কোর গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সে বৈঠকে এ প্রতিবেদটি পেশ করা হবে বলে জানা গেছে।