‘গাছ মানব’ আবুলের পাশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

যশোর এক্সপ্রেস ডেস্ক: বিরল রোগে আক্রান্ত আবুল বাজানদারের চিকিৎসায় সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। ডা. সেন বলেন, ‘সোমবার সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি নবরত্ন পারানিথারনের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’ তিনি বলেন, ‘মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেসব পরীক্ষা করতে হবে সেগুলো সোমবার থেকেই শুরু হয়েছে। ধীরে ধীরে সব পরীক্ষা করে আমরা সিদ্ধান্ত নেব। তবে কিছুটা সময় লাগবে। এরপর আমরা সার্জারির দিকে এগিয়ে যাব।’

ডা. সেন বলেন, ‘বিরল এই রোগে আক্রান্ত ইন্দোনেশিয়ার এক ব্যক্তির চিকিৎসায় সহায়তা করেছিলেন মার্কিন ক্যান্সার বিশেষজ্ঞ ডব্লিউ মার্টিন কাস্ট, তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আবুল বাজানদারের রক্ত, লালা এবং আক্রান্ত মাংসপিণ্ডের কোষ আমরা মঙ্গলবারই তার কাছে পাঠানোর চেষ্টা করবো।’
নিরাপত্তার স্বার্থে আবুল বাজানদারের কেবিনের পাশে একজন নিরাপত্তারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গণমাধ্যমে আবুলের সংবাদ প্রকাশিত হলে অগণিত মানুষ তাকে দেখতে আসছে। এতে তিনি অনেকখানি ঘাবড়ে গেছেন। তিনি খেতেও পারছেন না ঠিকমতো। মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে তিনি বিরক্ত এবং বিব্রত। তার কক্ষে লোকজনের প্রবেশ নিয়ন্ত্রণ করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’ বুধবার আবুল বাজানদারের বিষয়ে জানাতে প্রেস ব্রিফিংয়ের সম্ভাবনা আছে বলে তিনি জানান। গত শনিবার খুলনা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন আবুল বাজানদার। তিনি বাংলাদেশে এই রোগের প্রথম রোগী আর বিশ্বে তৃতীয়। তার চিকিৎসার পুরো খরচ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বহন করবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

Print
3551 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close