যশোর এক্সপ্রেস ডেস্ক: যশোর উপশহরের ৮ নম্বর সেক্টরের প্রমোট এ্যাগ্রো লিমিটেড নামে একটি কারখানা থেকে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল সার জব্দ করে ধ্বংস করা হয়েছে। একইসাথে প্রতিষ্ঠানটির ম্যানেজারের নামে মামলা দিয়ে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতে অংশ নেয়া যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এসএম খালিদ সাইফুল্লাহ জানিয়েছেন, র্যাব সদস্যরা তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপশহরের ৮ নম্বর সেক্টরে স্থাপিত জিলানী গ্রুপের প্রমোট এ্যাগ্রো লিমিটেড নামে একটি সার কারখানায় অভিযান চালান। এসময় সেখানে তারা বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ন ও অবৈধভাবে উৎপাদিত ভেজাল সার পান। এরপর তারা বিষয়টি কৃষি বিভাগকে জানান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান ভ্রাম্যমাণ আদালত গঠন করে ওই কারখানায় যান। সেখানে তারা জানতে পারেন প্রতিষ্ঠানটি আরকে গ্রুপের লেবেল নকল করে ভেজাল সার তৈরি করছে। এমনকি আরকে গ্রুপের ২০১৪ সালে মেয়াদ উত্তীর্ন সার পাওয়া যায়। এরপর মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল সার তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজার ইমরান হোসেনের বিরুদ্ধে মামলা দিয়ে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায় হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ আরো জানান, কারখানাটি থেকে ২০ লাখ টাকা মূল্যের ৬ হাজার কেজি জৈব সার, ৭ হাজার ২শ’ কেজি পিজিআর বা তরল জৈব সার, ১ হাজার ৫শ’ কেজি জিঙ্ক সার ও ২ হাজার ২শ’ পিস প্যাকেট কীটনাশক জব্দ করা হয়। পরে তা পানিতে ফেলে ও পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে পেশকার মো. বদিউজ্জামানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

যশোরে ২০ লাখ টাকার ভেজাল সার জব্দ : ৯৫ হাজার টাকা জরিমানা আদায়
1838 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা