এক্সপ্রেস ডেস্ক: অষ্টম পে-স্কেলে ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতনবৈষম্য দূর করা ও পদমর্যাদা রক্ষার দাবিতে কর্মবিরতি পালনের স্থগিতের সময় বাড়ানো হয়েছে। ৩ ফেব্রুয়ারি থেকে সময় বাড়িয়ে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। এর আগে ১১ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত কর্মবিরতি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। পরে ১৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষকনেতাদের বৈঠকে সমাধানের আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি ৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছিল। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষকনেতাদের এক জরুরি বৈঠক শেষে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতি স্থগিতের মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দেওয়া হয়। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি এই সময়ের ভেতরই একটা উল্লেখযোগ্য সমাধান আসবে।’

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের মেয়াদ বাড়ল
905 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা