এস এ গেমস সোনা জিতলো অভয়নগরের মেয়ে শিলা

এক্সপ্রেস ডেস্ক: গেমসের তৃতীয় দিনে সাঁতার প্রতিযোগীতায় সোনা জিতেছে অভয়নগরের মেয়ে মাহফুজা আক্তার শিলা। ভারতের গোহাটিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমস এ মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন তিনি। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার পাঁচ কবর এলাকার হত দরিদ্র দিন মজুর আলী আহম্মদ গাজীর মেয়ে মাহফুজা। তিনি নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয় থেকে এমএ ডিগ্রী অর্জন করে বাংলাদেশ নৌ বাহিনীতে খেলোয়াড় হিসাবে অস্থায়ীভাবে কর্মরত আছেন। সাউথ এশিয়ান গেমস-এ স্বর্ণ জয়ী হওয়ার খবর তার বাড়িতে এসে পৌঁছালে তার বাড়িতে আনন্দের বন্যা বইতে শুরু করে।

তার বাবা আলী আহম্মদ গাজী বলেন, আমরা ভীষণ খুশী হয়েছি। খুব কষ্টে তাকে মানুষ করেছি। তার এই সফলতার ধারা অব্যাহত থাকুক। খোদার কাছে এই দোয়া করি। তিনি পাঁচকবর এলাকা সহ অভয়নগর বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার মেয়ের এ সাফল্যের পেছনে নওয়াপাড়ার অনেকের অবদান রয়েছে। তার জন্য নওয়াপাড়া সহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। দুটি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। দুটিই জিতেছে নারীরা। প্রথমটি ভারোত্তোলনে জিতেন মাবিয়া আক্তার সীমান্ত। আর দ্বিতীয়টি সাঁতারে জিতেন মাহফুজা আক্তার শিলা। রোববার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১ মিনিট ১৭.৮৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন মাহফুজা। ১ মিনিট ১৮.৫৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন পাকিস্তানের লিয়ান্না ক্যাথেরিন। আর ভারতের চাহাত আরোরা ১ মিনিট ১৮.৭৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। তার এই স্বর্ণ জয়ের মধ্য দিয়ে সাঁতারে ১০ বছরের যে স্বর্ণের খরা চলছিল সেটা দূর হয়েছে। বাংলাদেশ সবশেষ ২০০৬ সালে সাঁতারে স্বর্ণ জিতেছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ সহ মোট ১৬টি পদক নিয়ে পদক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

Print
2196 মোট পাঠক সংখ্যা 3 আজকের পাঠক সংখ্যা

About admin

Close