এক্সপ্রেস ডেস্ক: জেলার অভয়নগর উপজেলার বর্নি এলাকায় ট্রাকচাপায় আলেক খান (৪৫) নামে পুলিশের এক উপ-পরিদর্শক মারা গেছেন। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারি থানায় কর্মরত ছিলেন। অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, আলেক খান সোমবার বেলা সোয়া ১১টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। অভয়নগরের বর্নি এলাকায় পৌঁছুলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ওসি বলেন, ‘ঘটনার পর চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান।’ আলেক খান খুলনার ফুলতলা থানার ছাতিয়ানি এলাকার আব্দুস সাত্তার খানের ছেলে।
1184 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা