এক্সপ্রেস ডেস্ক: যশোরে পথ ও সুবিধা বঞ্চিত শিশুদের মাধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরতলী ধর্মতলায় বাক প্রতিবন্ধি বিদ্যালয় স্যালভেশন আর্মি ও যশোর ইন্সিটিটিউটের বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই স্কুল ব্যাগ বিতরণ করা হয়। দুটি বিদ্যালয়ের ৫১ জন শিশুর মধ্যে এই ব্যাগ বিতরণ করা হয়।এর আগে গত বৃহস্পতিবার শহরের স্টেডিয়াম পাড়ায় অঙ্কুর প্রাথমিক বিদ্যালয়ে ৯১জন শিক্ষার্থীর মাঝে স্কুল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসকের সহধর্মীনী মিসেস রুনা লাইলা। এ সময় উপস্থিত ছিলেন আলতাফ কামাল সুদ্ধ, সৈয়দ আসিফ হোসেন, খায়রুজ্জামান পাপ্পু, কামাল মোস্তফা প্রমুখ।

যশোরে পথ শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ
1383 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা