এক্সপ্রেস ডেস্ক: পদ্মা সেতু প্রকল্প নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিচার প্রচলিত নিয়মেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশম সংসদের নবম অধিবেশনে বুধবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী সংসদে এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, দুর্নীতি দমন কমিশনের তদন্তে পদ্মা সেতু প্রকল্পের বিরুদ্ধে আনীত কথিত দুর্নীতি-ষড়যন্ত্রের অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। তৎকালীন সময়ে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে বাধা দিতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছে। ষড়যন্ত্রকারীদের বিচার প্রচলিত নিয়মেই সম্পন্ন হবে। তিনি জানান, গ্যাসপ্রাপ্তি ও পাইপলাইন নির্মাণ প্রকল্পের অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে দেশের দক্ষিণাঞ্চলে গ্যাস পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনা আছে। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহের জন্য পায়রা বন্দরে একটি ল্যান্ডবেসড এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও সরকার গ্রহণ করেছে।

প্রচলিত আইনে পদ্মা সেতুর ষড়যন্ত্রকারীদের বিচার করা হবে: প্রধানমন্ত্রী
1596 মোট পাঠক সংখ্যা 3 আজকের পাঠক সংখ্যা