এক্সপ্রেস ডেস্ক: শার্শায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় অংশ নিয়ে শপথ গ্রহণ করলেন অংশগ্রহণকারীরা। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধ সভায় প্রশাসন, জনপ্রতিনিধি, কাজী, সাংবাদিক, প্রতিষ্ঠান প্রধানসহ উপস্তিত সকলেই শার্শায় বাল্য বিবাহ প্রতিরোধ করব বলে শপথ বাক্য পাঠ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ তাজিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন আলী। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল, ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) শামীম আহম্মেদ, সাংবাদিক আসাদুজ্জামান, বকুল মাহাবুব, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, বজলুর রহমান, আব্দুল গফ্ফার ও আব্দুল কুদ্দুস। সভায় বক্তারা বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাল্য বিবাহ শুন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় সকল প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। শিশু বিবাহ বা বাল্য বিবাহ পড়ানোর ঘটনায় সংশ্লিষ্ট কাজীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানার সিদ্ধান্তের কথাও জানানো হয় সভায়।

শার্শায় বাল্যবিবাহ প্রতিরোধে শপথ গ্রহণ
2364 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা