বিনোদন ডেস্ক: সিনেমা শুধু মানুষকে আনন্দ দেয় না, শুধু ভাবায় না। অনেক সময় মেরেও ফেলে। এমনই সব সিনেমা যা কোনও ভাবে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। মৃত্যুর কারণগুলি অবশ্য অনেক সময়ই অদ্ভূত। এখনকার আয়োজনে থাকল এমন সব সিনেমার কথা।
২) দ্য ক্রিপিং আননোন (The Creeping Unknown)- ভয়ের সিনেমা। ৯ বছরের স্টুয়ার্ট কোহান নামের এক বালক সিনেমাটা দেখে এতটা ভয় পায় যে হার্ট অ্যাটাক করে সিনেমা হলেই মারা যায়।
৩) দ্য টোয়ালাইট সাগা-একল্পিস (The Twilight Saga: Eclipse)- হলে সিনেমাটা দেখতে দেখতে ও খুব কাঁদছিল। গার্লফ্রেন্ড সেদিনই ওর সঙ্গে ব্রেকআপ করে। সিনেমাটাও তাকে খুব ব্যথা দেয়। হলেই ও খুব মদ্যপান করছিল। শেষ অবধি সিনেমার মাঝপথেই ও মারা যায়। ওর নাম ড্যামিয়েন অ্যানথনি সিমেথি।
৪) গ্র্যান্ড মাস্তি (Grand Masti)–না শুধু হলিউড সিনেমা নয় বলিউডের সিনেমা দেখতে দেখতেও মানুষ মৃত্যুর ঘটনা ঘটেছে। ইন্দ্র কুমারের এই সেক্স কমেডি সিনেমা দেখতে গিয়ে হাসতে হাসতে জ্ঞান হারান মঙ্গেস ভোগাল নামের এক ব্যক্তি। তত্ক্ষণাত্ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ডাক্তাররা জানান হাসপাতালে আনার আগেই স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।
৫) ব্ল্যাক সোয়ান (Black Swan)– সিনেমা হলে পপর্কন নিয়ে মারামারি। মাঝপথে মৃত্যু। ২৭ বছরের এক মহিলা মেরে ফেলে ৪২ বছরের এক মহিলাকে। কারণ খুব জোর শব্দ করে পপকর্ন খাচ্ছিলেন। যার জন্য নাকি সিনেমাটা দেখায় তার ব্যাঘাত ঘটছিল।
৬) অ্যাভাটার–৪২ বছরের তাইওয়ানের কুয়ো নামের এক ভদ্রলোকের ভারী পছন্দের সিনেমা এটা। দ্বিতীয়বার সিনেমাটা হলে দেখতে গিয়ে উত্তেজনায় উচ্চরক্তচাপজনিত সমস্যায় ভুগে কোনওরকমে হল থেকে বেরিয়ে আসেন। কিছুটা ভাল লাগলে ফের সিনেমা হলে ঢোকেন। বেরিয়ে এসে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা যান সেই ভদ্রলোক। কারণ অ্যাভাটার দেখে তিনি দারুণরকম উত্তেজিত হয়ে গিয়েছিলেন।
এছাড়াও ডার্ক নাইট রাইজেস, অ্যা ফিশ কলড ওয়ান্ডা, দ্য প্যাশান অফ দ্য ক্রিস্ট–নামের তিনটি সিনেমা দেখতে দেখতে সিনেমা হলে উত্তেজনায় মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে।