এক্সপ্রেস ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণতন্ত্র শক্তিশালী হাতিয়ার বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি বলেন, গণতন্ত্রের মাধ্যমে বিরুদ্ধ পক্ষগুলোর মধ্যে একটি ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। সমাজের সবাই তাদের উদ্বেগ প্রকাশ করতে পারেন। বৃহস্পতিবার ইউএসএইড-এর একটি প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বার্নিকাট বলেন, গণতন্ত্রের অনুপস্থিতির কারণে সন্ত্রাসীরা তাদের দলে নতুন লোক ভেড়াতে পারেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বাংলাদেশ যে দৃঢ় প্রতিজ্ঞ, সেটি প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্র আশা করে, ভবিষ্যতেও এটি বজায় থাকবে। মার্কিন রাষ্ট্রদূত, আমরা গত কয়েক মাসে দেখেছি, এ ক্ষেত্রে বাংলাদেশে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। মানুষ তাদের উদ্বেগ জানাতে পারছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপারের প্রতিবেদনের বিষয়ে বার্নিকাট বলেন, তার সংস্থা সারাবিশ্ব থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ শেষে তা পর্যালোচনার করে কংগ্রেসে প্রতি বছর একটি রিপোর্ট পেশ করে। তিনি বলেন, ওই রিপোর্টে যা বলা হয়নি, তা হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজন গুরুত্বপূর্ণ নেত্রী। যখন থেকে তিনি ক্ষমতা প্রহণ করেছেন, তখন থেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান গ্রহণ করেছেন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণতন্ত্র শক্তিশালী হাতিয়ার: বার্নিকাট
931 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা