এক্সপ্রেস ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থাকার আহবান জানিয়েছেন। তিনি আজ রোববার সকালে যশোর বিমান বন্দরে সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। সোহাগ বলেন, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে একমাত্র ছাত্রলীগ রাজপথে থেকে মোকাবেলা করেছে। আগামীতেও ছাত্রলীগ তার অতীত ঐতিহ্য ধরে রাখতে ভূমিকা রাখবে। তিনি বলেন, ছাত্রলীগের তরুণ নেতৃত্ব পারবে আওয়ামী লীগ ও এ সরকারকে সামনে এগিয়ে নিতে।
যশোর জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানো অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক রবিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল খান, আকুল হোসেন, এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ সাংগঠনিক সফরে আজ ঝিনাইদহে এসেছেন। তার এই আগমনকে কেন্দ্র করে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানান।