জিডিপি ৭.০৫ হওয়ায় প্রধানমন্ত্রীকে এনইসির অভিনন্দন

এক্সপ্রেস ডেস্ক: প্রথমবারের মতো বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৭ দশমিক ০৫ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। মঙ্গলবার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) ভবনে অনুষ্ঠিত এনইসি বৈঠকের শুরুতে উপস্থিত মন্ত্রী ও সচিবরা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।  বৈঠকে উপস্থিত কয়েকজন মন্ত্রী ও সচিব এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ধারাবাহিকভাবে দেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে। বিশেষ করে শিল্প খাতে অবদান বাড়ছে। শিগগিরই প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা দুই অঙ্কের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব বলে আশা করা যায়।’ পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এর পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রীর।’ প্রসঙ্গত, চলতি ২০১৫-১৬ অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ০৫ শতাংশ হবে বলে চূড়ান্ত করেছে সরকার। চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছিল ৭ শতাংশ।

Print
3751 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close