এক্সপ্রেস ডেস্ক: বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্পের আব্দুল্লাহ শিলা এলাকার গহীন অরণ্যে আবারও আগুন লেগেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে লাগা আগুন ১৪ ঘণ্টা ধরে দাউ দাউ করে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সুন্দরবন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বুধবার সকাল থেকে কাজ শুরু করলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন আগুন নিয়ন্ত্রণে আসেনি। এবিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানাতে না পারলেও ইতিমধ্যেই পুড়ে গেছে প্রায় ৫ একর বনভূমি। সুন্দরবন সন্নিহিত লোকালয়ের সাধারণ মানুষ এ তথ্য জানিয়েছেন। মাত্র ১৭ দিনের মধ্যে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় ফের আগুনের ঘটনায় চুপসে গেছে বন কর্মকর্তারা। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা এসিএফ মো. বেলায়েত হোসেন দুপুরে মুঠোফোনে জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ধানসাগর স্টেশনের আব্দুল্লাহ শিলা এলাকার গহীন অরণ্যে আগুনের কুণ্ডলী দেখে লোকালয়ের লোকজন বন বিভাগকে জানায়। সকালে সুন্দরবন বিভাগরে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। ইতিমধ্যেই শরণখোলা ও মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। সুন্দরবন বিভাগ ও লোকালয়ের লোকজন সকাল থেকে ফায়ার অব লাইন কেটে আগুন নিভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে ঘটনাস্থল পরিদর্শন শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি গঠনসহ অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। বুধবার সকালে ঘটনাস্থল ছুটে গেছেন পূর্ব সুন্দরবন বিভাগের এই কর্মকর্তারা।

১৭ দিন পর ফের সুন্দরবন পুড়ছে
1358 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা