তিন বছর পর দেশে বেকার থাকবে না: অর্থমন্ত্রী

এক্সপ্রেস ডেস্ক: আগামী তিন বছরের মধ্যে দেশে বেকারের সংখ্যা শূন্যে নেমে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, এরপর দেশে আর কোনো মানুষ বেকার থাকবে। সোমবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বেসরকারি খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংকের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, বেকার সমস্যা সমাধানে সরকার দেশে কর্মসংস্থান সৃষ্টি করছে। বিদেশেও শ্রমিক পাঠানো হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে দেশে কোনো বেকার সমস্যা থাকবে না।

Print
3678 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close