ফিরছে আরো ৩০ মিলিয়ন ডলার, জড়িত দেশি এজেন্সিও

এক্সপ্রেস ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া প্রায় ৮শ কোটি টাকার (১০১ মিলিয়ন ডলার) মধ্যে ইতিমধ্যে ফেরত এসেছে ৬৮ হাজার ডলার। আর আরো ৩০ মিলিয়ন ডলার শিগগিরই ফেরত আনা সম্ভব হবে বলে মনে করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ হেল বাকী এ তথ্য জানান। তিনি বলেন, ‘চুরি যাওয়া রির্জাভের টাকার মধ্যে ইতিমধ্যেই আমরা ৬৮ হাজার ইউএস ডলার ফিরিয়ে এনেছি। এগুলো কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে জমা করা হয়েছে।’ ‘আমরা আশা করছি চুরি যাওয়া অর্থের মধ্যে শীঘ্রই আরো ৩০ মিলিয়ন ডলার ফিরিয়ে আনতে পারবো’, যোগ করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ হেল বাকী। এদিকে রিজার্ভ চুরির মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন, ‘আসলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভেতো সবসময় বেশি তরল অর্থ থাকে না। বেশিরভাগ অর্থই থাকে এফডিআর করা। যে সময় অর্থ চুরির ঘটনাটি ঘটেছে, তখন মূলত ব্যাংকের রির্জাভে ছিল ১ দশমিক ২ বিলিয়ন ডলার।’ এর আগে, সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত ডিআইজি শাহ আলম বলেন, ‘আমাদের দু’টি পৃথক প্রতিনিধি দল ৬ এপ্রিল রিজার্ভ চুরির ঘটনা তদন্তে শ্রীলংকা ও ফিলিপাইনে গিয়েছিলেন। তারা ফিরেছেন ১৫ এপ্রিল। প্রতিনিধি দল অর্থচুরির সাথে ২০ বিদেশির জড়িত থাকার প্রমাণ পেয়েছে। সেই সাথে দেশি কিছু এজেন্সিরও সম্পৃক্ততার প্রমাণ পাওয়ো গেছে।’ ওইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি। তবে তদন্তের স্বার্থে কারো নাম প্রকাশ করেননি ওই সিআইডি কর্মকর্তা। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আরও তদন্ত হচ্ছে। শেষ হলে নাম প্রকাশ করা হবে।’ উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করে দুর্বৃত্তরা। এ টাকার ৮১ মিলিয়ন ডলার যায় ফিলিপাইনের রিজাল ব্যাংকের মাকাতি সিটির জুপিটার শাখায় ক্যাসিনো জাংকেট কিম অংয়ের অ্যাকাউন্টে।  বাকি ২০ মিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয় শ্রীলঙ্কার স্বেচ্ছাসেবী সংস্থা শালিকা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে। প্রাপক সংস্থার নামের বানানে ভুল থাকায় ওই টাকার পেমেন্ট আটকে দেয় ব্যাংক কর্মকর্তারা। পরে তা ফেরত আনা হয়।

Print
2830 মোট পাঠক সংখ্যা 3 আজকের পাঠক সংখ্যা

About admin

Close