সুইফটের প্ল্যাটফর্ম ব্যবহার করেই রিজার্ভ চুরি

এক্সপ্রেস ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ক্ষেত্রে সুইফটের প্ল্যাটফর্ম ব্যবহার করেই চোররা সাইবার হামলা চালিয়েছিল বলে ধারণা করছে বিএই সিস্টেমস নামের একটি ব্রিটিশ প্রতিষ্ঠান। সোমবার  এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্বজুড়ে ১১ হাজার ব্যাংককে যুক্ত করা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) একজন মুখপাত্র রয়টার্সকে বলেছে, তাদের ক্লায়েন্ট সফটওয়্যারকে টার্গেট করে ম্যালওয়্যার বসানোর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে। সুইফট মুখপাত্র নাতাশা দেতেরান জানিয়েছেন, ওই ম্যালওয়্যারকে অকার্যকর করতে তারা সোমবারই একটি সফটওয়্যার আপডেট দেবেন। সেই সঙ্গে সুইফটে সংযুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সাইবার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে দেখার বিষয়ে সতর্ক করা হবে।

Print
2849 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close