বাংলাদেশ ভ্রমণে ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ শ্রীলংকার হাইকমিশনারের

এক্সপ্রেস ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার বাসোজা গুনাসেকারা এফবিসিসিআই সভাপতির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে বিনিয়োগ, পণ্য বাণ্যিজ্য বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজ করণের বিষয়ে আলোচনা হয়। শ্রীলংকার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে ভিসা প্রক্রিয়া আরো সহজ করার জন্য এফবিসিসিআইয়ের সহযোগিতা চাওয়া হয় দেশটির পক্ষ থেকে। মঙ্গলবার এফবিসিসিআই ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রীলংকার হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে দ্বি-পাক্ষিক যোগাযোগ এবং বাণিজ্য আরো বৃদ্ধি করা সম্ভব। শ্রীলংকার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে ভিসা প্রক্রিয়া আরো সহজ করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। এসময় হাইকমিশনার বাংলাদেশে শ্রীলংকার যেসব পণ্যের চাহিদা রয়েছে তার একটি তালিকা এফবিসিসিআইকে দিতে অনুরোধ করেন। এছাড়াও তিনি বাংলাদেশি ব্যবসায়ীদেরকে শ্রীলংকায় বিনিয়োগে আহ্বান জানান। হাইকমিশনারকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির(এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, বাংলাদেশ খুব দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এবছর দেশের জাতীয় প্রবৃদ্ধি ৭.০৫ অর্জিত হতে যাচ্ছে। প্রতিবেশী দেশ হিসাবে শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ অন্যান্য দেশ থেকে টেক্সটাইল পণ্য  আমদানি করছে, তাই শ্রীলংকা থেকেও এ পণ্য আমদানি করতে পারে। উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থ-বছরে শ্রীলংকায় ২৩.৯৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। অপরদিকে দেশটি থেকে ৪৪.১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে। বাংলাদেশ থেকে শ্রীলংকা মূলত কৃষিজাত পণ্য, প্রকৌশল পণ্য, নীট ওয়্যার, ওভেন পণ্য আমদানি করে থাকে।

Print
3102 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close