প্রতিটি থানায় থানায় নতুন নতুন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তৈরী হচ্ছে-খোন্দকার তারেক রায়হান

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি খোন্দকার তারেক রায়হান চট্টগ্রাম পৌঁছালে তাকে স্বাগত জানান চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছামদানী জনি, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন বাবু, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন জিতু, সহ-সভাপতি তারেক রহমান সজিব, চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ, বিভিন্ন থানা নেতৃবৃন্দ ও হালিশহর থানা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ। পরিবর্তিতে চট্টগ্রাম মহানগরীর হালিশহরে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে খোন্দকার তারেক রায়হান বলেন, চট্টগ্রাম মহানগরীতে বঙ্গবন্ধুর সৈনিকেরা কিভাবে যে ঐক্যবদ্ধ তা চট্টগ্রাম আসলে বুঝা যায়। চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন বাবু ও চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছামদানী জনি ও চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন জিতুর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর প্রতিটি থানায় থানায় নতুন নতুন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তৈরী হচ্ছে। তারা চট্টগ্রাম মহানগরীতে হাজার হাজার বঙ্গবন্ধুর সৈনিক তৈরী করেছে। আমি তাদের সাংগঠনিক দক্ষতা দেখে আবেগআপ্লুত ও গর্বিত। আমি এই সভা থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করবো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আরো বেশি তৈরী করতে চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদকে অতীতে যেভাবে সহযোগিতা করেছিলেন, ভবিষ্যতে সহযোগিতার মাত্রা আরো বৃদ্ধি করবেন।
উল্লেখ্য ছাত্রলীগে অনেক নেতাকর্মীর স্থান সংকুলান না হওয়ায় বঙ্গবন্ধুর আদর্শের ট্রেনিং সেন্টার বঙ্গবন্ধু ছাত্র পরিষদ।

Print
3374 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close