শুরু হয়েছে চট্টগ্রাম-কলকাতা জাহাজ চলাচল

এক্সপ্রেস ডেস্ক: বহুল আলোচিত ভারত এবং বাংলাদেশেরসমুদ্র নৌ চুক্তির প্রতিফলিত হচ্ছে। আজ সকাল থেকে কলকাতা থেকে চট্টগ্রাম সরাসরি জাহাজ চলাচল শুরু হলোঅ ভারত এবং বাংলাদেশের মধ্যকার এই চুক্তিটি হয়েছিলো ২০১৫ সালে। কলকাতা বন্দরের সিনিয়র ট্রাফিক ম্যানেজার আশিস চৌধুরী এবং বন্দরের অন্যান্য কর্মকর্তারা জাহাজের নাবিকদের অভিবাদন জানান। বন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের উপ হাইকমিশনার জকি আহাদ এবং প্রথম সচিব (কর্মাস) মুহম্মদ সাইফুল ইসলাম। এম ভি হারবার-১ দুই দেশের তরফেই নৌ পরিবহনের অনুমতি পেয়েছে।

Print
6034 মোট পাঠক সংখ্যা 3 আজকের পাঠক সংখ্যা

About admin

Close