এক্সপ্রেস ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে হুমকি পাওয়ার পর সন্ধ্যায় নগরের মতিহার থানায় শিক্ষক মাহবুব আলম প্রদীপ সাধারণ ডায়েরি করেছেন। তবে হুমকি দাতা নিজের পরিচয় প্রকাশ করেননি। লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম বলেন, ‘+৮১৭৭৪৭৯ থেকে আমার মুঠোফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ফোনের ওপাশ থেকে বলা হয়, “তোর জীবন শেষ, অনেক বেড়ে গেছিস, ওয়েট কর।” এরপর কে বলছেন জানতে চাইলে আবারো একই কথা বলে। এরপর আর কোনো কথা না বলে ফোন কেটে দেয়।’ নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, সন্ধ্যার দিকে থানায় এসে উনি (মাহবুব আলম) জিডি করে গেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এবার রাবির আরেক শিক্ষককে হত্যার হুমকি
3231 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা