এক্সপ্রেস ডেস্ক: শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার স্বার্থে ক্যাম্পাসে মিছিল-মিটিং, সভা সমাবেশসহ সকল প্রকর রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ঘোষণা করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ এ আদেশ জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই ক্যাম্পাসে শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকাল ১০টায় ক্যাম্পাসে বঙ্গবন্ধু পরিষদের দুটি অংশ পৃথক কর্মসূচির ঘোষণা দিলে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়।

ইবিতে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত
2824 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা