এক্সপ্রেস ডেস্ক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সহকারী অধ্যাপক সৈয়দ মাহফুজ আল হাসানকে অপহরণচেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- যবিপ্রবি’র স্থায়ী বহিষ্কৃত কর্মচারী বদিউজ্জামান বাদল ও যবিপ্রবি’র ড্রাইভার সাহেব আলী। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যবিপ্রবি’র পুষ্টি ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মাহফুজ আল হাসান জানান, সোমবার সকাল সাড়ে এগারটার দিকে যশোর শহরের জজ কোর্ট গোল চত্বর মোড়ে গেলে তার ওপর হামলা চালানো হয়। স্থায়ী বহিষ্কৃত কর্মচারী বদিউজ্জামান বাদল, যবিপ্রবি’র ড্রাইভার সাহেব আলী, পরিবেশ বিজ্ঞান বিভাগের টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান ও অনুজীব বিজ্ঞান বিভাগের টেকনিক্যাল অফিসার সাইফুল ইসলামসহ অজ্ঞাত আরো ৩/৪ জন তার ওপর হামলা চালায়। এসময় সাহেব আলী রাস্তার পাশে ডাব বিক্রেতার কাছ থেকে দা নিয়ে তাকে কোপানোর চেষ্টা করে। কিন্তু তিনি সরে যাওয়ায় প্রাণে রক্ষা পান। এ সময় সাহেব আলী হুমকি দিয়ে বলে ‘ ছাত্রদের সাথে সম্পর্ক রাখলে খুন করে ফেলব।’ এরই মধ্যে সেখানে একটি মাইক্রোবাস এলে তারা তাকে অপহরণের চেষ্টা করে। কিন্তু তিনি দৌঁড় দেয়ায় রক্ষা পান। এ ঘটনায় শিক্ষক রাতেই কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। সদর উপজেলার সাজিয়ালী ক্যাম্পের ইনচার্জ এসআই কবির হোসেন জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে আমবটতলা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। বদিউজ্জামান বাদল শ্যামনগর গ্রামের আরশাদ আলীর ছেলে এবং সাহেব আলী একই গ্রামের আবেদ আলীর ছেলে বলেও জানান তিনি।

যবিপ্রবি শিক্ষক অপহরণচেষ্টায় গ্রেফতার ২
3196 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা