যবিপ্রবি খুলবে ৩১ মে

এক্সপ্রেস ডেস্ক: আগামী ৩১ মে খুলছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এর আগের দিন ৩০ মে খুলে দেওয়া হবে ছাত্র ও ছাত্রীহল। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ছাত্র আন্দোলনের মুখে গত ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল। অবশ্য তখন কর্তৃপক্ষ একে ‘বিশ্ববিদ্যালয় বন্ধ’ না বলে ‘গ্রীষ্মকালীন ছুটি বাড়ানো হয়েছে’ বলে জানিয়েছিলেন। যবিপ্রবি জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. হায়াতুজ্জামান জানান, মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক বসে। উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার, সব ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), রেজিস্ট্রার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৩১ মে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা চালু হবে। এর আগের দিন ৩০ মে হল খুলে দেওয়া হবে। সভা থেকে সংশ্লিষ্ট সবাইকে স্মরণ করিয়ে দেওয়া হয়, রিজেন্ট বোর্ডের ৩৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো প্রকার মিছিল-মিটিং, সভা-সমাবেশ করা যাবে না। কেউ যদি ক্যাম্পাসে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের ‘কোড অব কন্ডাক্ট’ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে উদ্ভূত পরিস্থিতির কারণে গত ৪ মে রিজেন্ট বোর্ডের সভায় বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি বাড়ানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ মে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু এ ক’দিন ক্লাস ও পরীক্ষা হয়নি। হল দুটিও খুলে দেওয়া হয়নি।

Print
3166 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close