আইটি ডেস্ক: মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের নতুন আইফোন সেভেনে পুরনো ডিজাইনই বজায় রাখবে। এর আগে প্রতি দুই বছর পর পর অ্যাপল নতুন করে আইফোনের ডিজাইন পরিবর্তন করত। এবার সে ধারায় কিছুটা পরিবর্তন আনল প্রতিষ্ঠানটি। এবারের আইফোন ৭ আগের মডেলগুলোর মতো সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হবে না। এতে এ মডেলটি দেখতে আইফোন ৬এস-এর মতোই হবে। তবে এ বছর যে আইফোনের মডেলগুলো রিলিজ হতে পারে, তার মধ্যে থাকছে দুটি মডেল। এগুলোর একটি সাড়ে পাঁচ ইঞ্চি মনিটরের ও অন্যটি ৪.৭ ইঞ্চি মনিটরের।
এক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন হলো এগুলোতে আর হেডফোন জ্যাক থাকছে না। তবে ওয়ারলেস হেডফোন কিংবা অ্যাপল চার্জারের সঙ্গে সংযুক্ত হেডফোন ব্যবহার করা যাবে। এছাড়া নতুন মডেলটি হতে যাচ্ছে বতর্মান মডেলের চেয়ে এক মিলিমিটার পাতলা। জানা গেছে, ২০১৭ সালে রিলিজ করা মডেলটিতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। সে সময় তাতে এজ-টু-এজ স্ক্রিন ও স্ক্রিনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বসানোর পরিকল্পনা করা হচ্ছে।