এক্সপ্রেস ডেস্ক: নড়াইলের নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব ঘুরে গেলেন আট দেশের পর্যটকরা। রোববার বিকেলে চীন, কোরিয়া, ভারত, ইতালি, নেপাল, রাশিয়া, কম্বোডিয়া ও আরমেনিয়ার নয়জন পর্যটক অরুণিমা রিসোর্টে আসেন। সোমবার ঢাকার উদ্দেশে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব ছেড়ে যান তারা। পর্যটকরা অরুণিমার সুবিশাল লেক, পলই দিয়ে মাছধরা, চরকায় ওঠাসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। অরুণিমার প্রকৃতিঘেরা পরিবেশ দেখে বিদেশি পর্যটকরা মুগ্ধ হন। অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান খবির উদ্দীন আহমেদ জানান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আমন্ত্রণে পর্যটকরা এই সফরে এসেছিলেন।
2818 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা