যশোর এম এম কলেজে প্রধানমন্ত্রীর উপহার

এক্সপ্রেস ডেস্ক: ৭৫ বছর পথ চলার পর বাস পেলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজ ছাত্র-ছাত্রীরা। শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা দূর করতে কলেজে বাস উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ জুন দুপুর ১২ টায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে বাসের চাবি গ্রহণ করেন অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান। কলেজের জন্য নতুন বাস উপহার পাওয়ার সংবাদ পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা অানন্দ উল্লাসে মাতোয়ারা হয়ে উঠে। তবে এর সঠিক ব্যবহার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে অনেক শিক্ষার্থী। গণিত বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র মুজাহিদুল ইসলাম সুমন বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজে বাস দেওয়া হয়েছে। উক্ত কলেজের একজন শিক্ষার্থী হিসেবে এটা আমার নিকট অবশ্যই একটি আনন্দের সংবাদ কিন্তু আতঙ্কীত ব্যবহারের ক্ষেত্রে। আমি চাই এর সঠিক ব্যবহার। সমাজবিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইফতেখার আলম বলেন, প্রধানমন্ত্রীর এ উপহারের সংবাদ পেয়ে কলেজের ছাত্র-ছাত্রীরা অত্যন্ত আনন্দিত। আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় কলেজে যাতায়াত অত্যন্ত সহজ হবে। আমরা এখন সঠিক সময়ে কলেজে উপস্থিত হয়ে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবো। কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আর এম এ জাকারিয়া বলেন, ১৯৪১ সালে  কলেজটি প্রতিষ্ঠিত। এই বছরেই হীরক জয়ন্তী উৎসব পালন করা হবে কলেজে। এর আগে কখনো বাস পায়নি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। বাস পেয়ে সকলেই আনন্দিত।তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কলেজের চাহিদা নিরিখে প্রধানমন্ত্রী পরে আরো দুই থেকে তিনটা বাস দিবেন। তবে বাস চলাচলের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

Print
15608 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close