এক্সপ্রেস ডেস্ক: শিক্ষার গুণগত মান উন্নয়নে সচেতন অভিভাবক ও সর্বস্তরের লোকদের প্রতি আহ্বান জানিয়েছেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মাধ্যমিক শিক্ষক ও দাখিল মাদরাসা শিক্ষক সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত ২০১৬ সালের এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবাহী অফিসার আব্দুস সালাম এ কথা বলেন। অ্যাকাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানের সঞ্চালনায় ও মাধ্যমিক শিক্ষা অফিসার গোপালচন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মনিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহিদুর রহমান, অভিভাবক ইয়ানুর রহমান প্রমুখ। পরে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ ৫ প্রাপ্ত ৫৫ জন কৃতী ছাত্র-ছাত্রীকে উদ্দীপনা পুরস্কারস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বুরুজবাগান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দীনকে ২০১৬ সালে শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। একই সঙ্গে জিপিএ ৫ প্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানদেরও সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

শার্শায় কৃতী শিক্ষার্থী ও সফল শিক্ষকদের সংবর্ধনা
3874 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা