এক্সপ্রেস ডেস্ক: ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে। বুধবার সকালে যশোর-বেনাপোল সড়কের আমড়াখালি নামকস্থানে ভারতীয় পণ্য ভর্তি একটি ট্রাক জব্দ করে। ওই ট্রাক থেকে বিভিন্ন প্রকার কাপড়, প্যান্ট, জামা, গেঞ্জি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। অপরদিকে রাত ৩টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট নামক স্থান থেকে একটি পরিবহন তল¬াসী চালিয়ে ভারতীয় ওষুধ জব্দ করে। যার মূল্য প্রায় এক কোটি টাকা। এ অভিযান দুটির নেতৃত্ব দেন ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন। আটককৃত পণ্য দুপুরে যশোর কাস্টমসে জমা দেয়া হয়।
1660 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা