এক্সপ্রেস ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে ৪ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের কেডিআই ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, অসুস্থ গরুর মাংস খেয়ে তারা এ রোগে আক্রান্ত হন। আক্রান্তরা হলেন, মহসিন আলী (৪৫), তার ছেলে ইমরান (১০), প্রতিবেশী শাহীন (৫৫) এবং গরুর মালিক লালু (৩২)। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ওই গ্রামের লালু তার অসুস্থ গরু জবাই করে এলাকায় মাংস বিক্রয় করে। আর এ মাংস খেয়ে তারা ৪ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের শরীরের বিভিন্ন অংশে ক্ষত বা ঘা দেখা দেয়। অসুস্থরা সোমবার সকালে দৌলতপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসক জানান তারা অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। দৌলতপুর প্রাণী সম্পদদ কর্মকর্তা ডা. কাজী নজরুল ইসলাম জানান, এ ধরনের খবর পেয়ে আমাদের টিম সেখানে গিয়ে রোগীদের সনাক্ত করেছে এবং ওই অঞ্চলের পশুদের ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই বলেও জানান তিনি।

দৌলতপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৪
3700 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা