এক্সপ্রেস ডেস্ক: সম্প্রতি জঙ্গিবাদ কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পূর্ণাঙ্গ নজরদারির আওতায় আনতে চট্টগ্রাম নগরীর ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) চালু করা হলো।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সিস্টেমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রুহুল আমীন। সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন উপস্থিতে এই সিস্টেম চালু করা হয়।
১ জন শিক্ষক ও ৫৩ জন কর্মকর্তা-কর্মচারীকে ইএমএস সিস্টেমের আওতায় আনা হলো। সভায় ইএমএস সিস্টেম বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) দৌলতুজ্জামান খাঁন।
বিভাগীয় কমিশনার রুহুল আমীন বলেন, সাম্প্রতিককালে ঘটে যাওয়া জঙ্গিবাদ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ সিস্টেমের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা জানা যাবে। এতে অনেক অজানা বিষয় যেমন জানা যাবে; তেমনি অনেক বিষয়ে সচেতনও হওয়া যাবে।
মেজবাহ উদ্দিন বলেন, ইএমএস সিস্টেম শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় বিষয় সঠিকভাবে তদারকি করতে সহায়ক ভূমিকা পালন করবে। এ সিস্টেমের মাধ্যমে মা-বাবারা ঘরে বসেই জানতে পারবে ছেলে স্কুলে গেছে কি-না, কয়দিন উপস্থিত ও কয়দিন অনুপস্থিত ছিল, পরীক্ষায় ফলাফল কেমন হল ইত্যাদি।
সংশ্লিষ্টরা জানান, ইএমএস হলো শিক্ষা প্রতিষ্ঠানসমূহের দৈনন্দিন কার্যক্রম সার্বক্ষণিক পরিপূর্ণ নজরদারির আওতায় রাখার একটি অনলাইনভিত্তিক সিঙ্গেল প্লাটফর্ম। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের বায়োমেট্রিক অনলাইন হাজিরা ব্যবস্থাপনা, অনিয়মিত শিক্ষার্থীদের আলাদা তালিকা, ফলাফল তৈরি ও প্রকাশের ব্যবস্থা, অনলাইন পেমেন্ট, স্বয়ংক্রিয় হাজিরাসহ শিক্ষক-শিক্ষার্থীদের যাবতীয় পোর্টালসহ শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার প্রায় সকল মডিউল থাকবে।
মাত্র ৫০-৬০ হাজার টাকা খরচ করে একটি শিক্ষা প্রতিষ্ঠান এই সিস্টেমটি চালু করতে পারবে বলে জানান তারা।